State

পরপুরুষের নজর থেকে বাঁচাতে সুন্দরী স্ত্রীর নাক কামড়ে দিলেন স্বামী

স্বামীর মতে তাঁর স্ত্রী অত্যন্ত সুন্দরী। স্বামীর এমন প্রশংসা স্ত্রীর জন্য আনন্দের হতে পারত। কিন্তু হল ঠিক উল্টোটা। তাঁর নাকটাই চিবিয়ে দিলেন স্বামী।

Published by
News Desk

রাতে ঘুমোচ্ছিলেন তিনি। আচমকাই ঘুম ভেঙে যায় যন্ত্রণায়। বুঝতে পারেন তাঁর স্বামী তাঁর ওপর চড়াও হয়েছেন। তাঁর নাক কামড়ে ধরেছেন। নাকটা চিবোতে শুরু করেছেন।

স্বামীকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি তাঁর দেহের অন্যান্য অংশেও কামড়ে দেন। এমনই অভিযোগ করেছেন এক গৃহবধূ।

তাঁর দাবি, তাঁর স্বামী প্রায়ই তাঁকে বলতেন তিনি খুব সুন্দরী। বিশেষত তাঁর নাক খুব সুন্দর। অনেকে নাকি তাঁর নাকের প্রশংসাও করেছেন। এটা মেনে নিতে পারছিলেননা তাঁর স্বামী। স্বামী তাঁকে প্রায়ই বলতেন তিনি কেন এত সুন্দরী? তাঁর ওপর অন্য অনেক পুরুষের নজর পড়ছে।

এই সৌন্দর্যকে নষ্ট করে দিতে স্বামী তাঁর স্ত্রীর নাকে যে কামড়ে দিতে পারেন তার আভাসও আগে দিয়েছিলেন তাঁর স্বামী। সেটা যে সত্যিই করবেন সেটা স্ত্রী ভাবতেও পারেননি।

পুরো ঘটনা জানিয়ে পুলিশের অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। তাঁর নাকে ব্যান্ডেজ করতে হয়েছে। গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তাঁর নাকে। শরীরের অন্য অঙ্গেও কামড় বসিয়েছেন তাঁর স্বামী বাপন শেখ বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।

বিগত ৯ বছর ধরে বাপনের সঙ্গে তাঁর সংসার। তাঁদের একটি মেয়েও রয়েছে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী সুন্দরী এবং তাঁর ওপর অন্য কোনও পুরুষের নজর পড়ছে বলে সন্দেহ করতেন স্বামী। এভাবে স্ত্রীর সৌন্দর্য নষ্ট করতে তাঁর নাক কামড়ে দেওয়ার ঘটনায় আলোড়ন পড়ে গেছে এলাকায়।

Share
Published by
News Desk

Recent Posts