State

রাস্তা দিয়ে ছুটছে প্রমাণ মাপের খাট, এ কিভাবে সম্ভব, চোখ সরাতে পারলেননা পথচারীরা

বাড়ির শোওয়ার ঘরে সুন্দর করে সাজানো খাট কোনও অবাক করা ঘটনা নয়। কিন্তু সেই খাট যদি রাস্তা দিয়ে সজোরে ছুটতে থাকে তাহলে তো চমৎকার বটেই।

Published by
News Desk

একটি ঝাঁ চকচকে খাট। দেখেই বোঝা যায় একেবারে নতুন। তার ওপর ম্যাটট্রেস পাতা। বালিশ, পাশ বালিশ সবই রয়েছে। ৭ বাই ৫ খাটটির ওপর টানটান করে চাদর পাতা। এ খাট শোওয়ার ঘরে থাকলে অবশ্যই ঘর আরও সুন্দর হত।

কিন্তু এ খাট ঘরে নয়, বরং রাস্তায়। ঘরে এ খাট স্থির হয়ে এক কোণায় থাকেনা। বরং রাস্তায় হাওয়ার গতিতে ছুটে বেড়ায়। পাশ কাটায় অন্য গাড়িকে। ডোমকল মহকুমায় এই চলন্ত খাট এখন অন্যতম আলোচ্য।

স্থানীয় যুবক নবাব শেখ এই খাট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। প্রথমে কল্পনা। তারপর সেই কল্পনাকে বাস্তব করতে লড়াই শুরু। ৮০০ সিসি-র ইঞ্জিন থেকে স্টিয়ারিং, ক্লাচ, ব্রেক, সবই রয়েছে এই খাটে। ২ ধারে শোওয়ার বালিশ। তার মাঝে ছোট্ট ফাঁক। সেখানেই বসে স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়িকে নিয়ন্ত্রণ।

২ বছরের চেষ্টায় প্রায় ২ লক্ষ টাকা ব্যয় করে এই খাট গাড়ি বানিয়ে ফেলেছেন নবাব। তারপর বেশ নবাবি চালেই সেটা নিয়ে বেড়িয়ে পড়েন রানিনগর ডোমকল রাজ্য সড়ক ধরে।

কিছুক্ষণ যাওয়ার পর অবশ্য পুলিশ পথ আটকায়। হাইওয়েতে এ নিয়ে যাওয়া যাবেনা বলে জানিয়ে দেয় পুলিশ। এরপর ওই রাস্তায় না থাকলেও নানা এলাকার মধ্যে অপরিসর রাস্তায়ও দেখা যায় ওই খাট গাড়ি। যাতে চড়ে সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানিয়ে ফেলেন ওই যুবক।

তবে এখন পুলিশ আর সেটিকে রাস্তায় নামতে দিচ্ছে না। কিন্তু তাতে খাট গাড়ির জনপ্রিয়তা আটকে নেই। বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় যেমন এই খাট গাড়ি দেখে ফেলেছেন, তেমনই সেটি নিয়ে চর্চার শেষ নেই। এমনকি দেশজুড়েই এই খাট গাড়ি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts