State

পুজো কমিটির পর সরকারি অনুদান ফেরানো শুরু থিয়েটার জগতেও

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে আন্দোলন চলছে। সেই আন্দোলনে শামিল হয়ে এবার রাজ্য সরকারি অনুদান ফেরাল একটি নাট্যগোষ্ঠী।

Published by
News Desk

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই দুর্গাপুজোয় রাজ্য সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে বেশ কয়েকটি পুজো কমিটি। এবার পুজো অনুদানের অঙ্ক ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজার করেছিল রাজ্যসরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেকথা নিজে ঘোষণা করেছিলেন।

কিন্তু আরজি কর কাণ্ডের পর এক এক করে বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটি অনুদানের টাকা নেবে না বলে জানিয়ে দিয়েছে। তাদের দাবি, অনুদান চাইনা, বিচার চাই। এই আবহে এবার পুজো কমিটিগুলির পথে হাঁটল একটি নাট্যগোষ্ঠীও।

‘মালদা সমবেত প্রয়াস’ নামে এই নাট্যগোষ্ঠী একটি নাট্যমেলার আয়োজন করতে অর্থ সাহায্য চেয়েছিল পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি-র কাছে। মালদায় ২ দিন ব্যাপী নাট্যমেলার আয়োজন করতে চেয়ে তাদের আবেদনের পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওই নাট্যগোষ্ঠী অর্থ সাহায্য পায়।

৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা জানানো হয় তাদের। কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মালদা সমবেত প্রয়াস নাট্যগোষ্ঠী ওই অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছে।

ওই নাট্যগোষ্ঠীর তরফে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি-র কাছে বিষয়টি জানিয়ে চেক ফেরত পাঠানো হয়েছে। এদিকে অর্থ সাহায্য ফেরানোর পর ২ দিন ব্যাপী নাট্যমেলার আয়োজন তারা করতে পারছেনা ঠিকই, তবে মালদার ইংরেজবাজার এলাকায় তার বদলে একটি স্ট্রিট কর্নার নাটকের আয়োজন করেছে তারা। পুজো কমিটির পর এবার নাট্যগোষ্ঠীও অনুদানের অঙ্ক ফেরত দেওয়ায় কিছুটা হলেও চাপ বাড়ল রাজ্যসরকারের ওপর।

Share
Published by
News Desk