State

মানুষের প্রবেশ নিষেধ, রাজ্যে এবার অন্য সুপার স্পেশালিটি হাসপাতাল

রাজ্যে তৈরি হচ্ছে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। তবে সেখানে বিনা অনুমতিতে মানুষের প্রবেশ নিষেধ। ভয়ে ধারেকাছে এমনিতেই ঘেঁষবে না মানুষ।

Published by
News Desk

এ রাজ্যে তৈরি হচ্ছে আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। থাকবেন চিকিৎসক। থাকবেন শল্য চিকিৎসক। এছাড়া একাধিক ওয়ার্ড থাকছে। অত্যাধুনিক এক্স-রে যন্ত্র থাকছে। থাকছে আলট্রা সোনোগ্রাফির ঘর। অপারেশন থিয়েটারও থাকছে সব রকম সুবিধা সহ।

শুধু এই হাসপাতালে মানুষের প্রবেশ নিষেধ। যদিও মানুষ সাধ করে এ হাসপাতালের ধারেকাছে এমনিতেই ঘেঁষবেন না। জীবনের মায়া তো সকলেরই আছে তাই না?

সুন্দরবনে তৈরি হচ্ছে এই হাসপাতাল। ২০২৩ সালের শেষেই এই হাসপাতালের কাজ শেষ করতে চাইছে রাজ্যের বন দফতর। ঝড়খালি টাইগার রিজার্ভের মধ্যেই এই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। যা তৈরি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারদের সবরকম চিকিৎসার জন্য।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, প্রতীকী ছবি

বাংলার রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য আলাদা ওয়ার্ডও থাকছে এই হাসপাতালে। পশু চিকিৎসা হাসপাতাল হচ্ছে এটি। বাঘদের কথা মাথায় রেখেই এই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির প্রকল্প নেওয়া হলেও সেখানে অন্য পশু পাখিদেরও চিকিৎসা হবে।

চিকিৎসকদের যাতে পশুদের চিকিৎসা করতে সুবিধা হয় সেজন্য একটি হাইড্রোলিক টেবিলও থাকছে। প্রথমে ৪ জন পশু চিকিৎসক ও ১ জন পশু শল্য চিকিৎসক দিয়ে শুরু হবে এই হাসপাতাল। এছাড়া টেকনিশিয়ানরাও থাকছেন।

ক্রমে প্রয়োজন বুঝে চিকিৎসক বাড়ানো হবে। আপাতত বাঘদের জন্য একটি আলাদা ওয়ার্ড দিয়ে শুরু হলেও পরে কুমিরদের জন্যও আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হবে।

Share
Published by
News Desk