State

রাতের অন্ধকারে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে রহস্যজনক চুরি

এই বাগানবাড়িতে পার্থ চট্টোপাধ্যায় মাঝেমধ্যেই আসতেন। সঙ্গে থাকতেন অর্পিতা মুখোপাধ্যায়। সেখানেই বুধবার রাতে রহস্যজনকভাবে চুরির ঘটনা ঘটল।

Published by
News Desk

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি ও আর্থিক লেনদেনের অভিযোগে রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি বাড়িতে হানা দিয়ে ৪২ কোটি টাকা সহ প্রচুর সোনার গয়না, দলিল উদ্ধার হয়েছে।

পার্থবাবুর বাড়ি থেকেও কিছু দলিল উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। পার্থবাবুর কোথায় কোথায় বাড়ি ছিল বা তাঁর ঘনিষ্ঠদের খুঁজে তল্লাশি করা শুরু করেছে ইডি।

এরমধ্যেই রহস্যজনকভাবে পার্থবাবুর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাগানবাড়িতে চুরির ঘটনা ঘটল। চোরেরা মাটাডোর নিয়ে এসে চুরি করে পালায় বলে দাবি করেছেন স্থানীয়রা।

নিরিবিলি পরিবেশে বাগান ঘেরা বাগানবাড়িটি অবশ্য পার্থবাবুর মেয়ে সোহিনী চট্টোপাধ্যায়ের নামে নথিভুক্ত। তবে সোহিনী দীর্ঘকাল বিদেশে থাকেন। আর তাঁর বাবা এই বাগানবাড়িতে প্রায়ই আসতেন। সঙ্গে থাকতেন অর্পিতা। এখানে সময় কাটিয়ে ফিরে যেতেন। বাড়িটির নাম বিশ্রাম। সেখানেই বুধবার রাতে চুরির ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ভোরে তাদের এই চুরির খবর দেন স্থানীয়রা। রাতে ৪ জন এসে তালা ভেঙে ওই বাগানবাড়িতে প্রবেশ করে বলে দাবি করেছেন স্থানীয়রা। তারা মুখে মুখোশ পরে ছিল।

তালা ভাঙার শব্দে আশপাশের কয়েকজন বেরিয়ে এলে তাঁদের শাসানো হয় বলে দাবি করেছেন তাঁরা। ঘরে যেতে বলে মুখোশধারীরা। তারপর বাড়ি থেকে আলমারি সহ অন্যান্য আসবাব নিয়ে তোলে মাটাডোরে। পুরো মাটাডোর জিনিসপত্রে ভরে যায়। তারপর সেখান থেকে চম্পট দেয় তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk