State

নতুন নেশা কন্ডোম, দোকানে কন্ডোম শেষ হচ্ছে নিমেষে

শহরে এখন এক নতুন চিন্তা মাথাচাড়া দিয়েছে। যা নিয়ে পুলিশও বিশেষ কিছু করে উঠতে পারছেনা। এখন সেখানে নতুন এক নেশা কন্ডোম।

Published by
News Desk

শারীরিক সম্পর্ককে নিরাপদ করতে কন্ডোম ব্যবহারে গুরুত্ব দিচ্ছে খোদ সরকারও। তবে তা নেহাতই নারীপুরুষের একান্ত ব্যক্তিগত মুহুর্তে ব্যবহার্য। কিন্তু দুর্গাপুরে ছাত্র মহলে আচমকা দারুণ জনপ্রিয় হয়ে ওঠা কন্ডোম কিন্তু আদপেও শারীরিক সম্পর্ককে নিরাপদ করার জন্য নয়।

এমনটা ভাবাও ভুল হবে যে ছাত্ররা শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। বরং কিছু ছাত্রের মধ্যে কন্ডোম দিয়ে নেশা করার প্রবণতা তৈরি হয়েছে।

হাল্কা গরম জলে তারা কন্ডোম কিনে ফেলে দিচ্ছে। ফ্লেভার্ড কন্ডোমই তাদের পছন্দ। কিছুক্ষণ ভেজানোর পর কন্ডোমটি ফেলে দিয়ে সেই জল পান করছে তারা। তাতে তারা নেশায় বুঁদ হয়ে যাচ্ছে।

বিষয়টি সামনে আসার পর জানা যাচ্ছে কন্ডোমে যে উপাদান থাকে তা জলে মিশে পরিণত হচ্ছে অ্যালকোহলে। যাতে নেশা হয়। সেইসঙ্গে ফ্লেভারটিও একটি মাদকতা তৈরি করছে।

ফলে কন্ডোমের দোকান থেকে কদিন আগেও হুহু করে শেষ হয়ে যাচ্ছিল কন্ডোমের প্যাকেট। তাঁদের কন্ডোমের প্যাকেট বিক্রি নিয়ে দোকানিরা খুশি হওয়ার কারণ আছে। কিন্তু এক্ষেত্রে তাঁরা কিছুটা চিন্তিত হয়ে পড়েন।

এভাবে কলেজ পড়ুয়া মহলে কন্ডোমের এত ব্যবহার কেন সেটাই তাঁরা বুঝে উঠতে পারছিলেন না। সেকথা জানাজানি হওয়ার পর বিষয়টি কিছুটা হলেও নিয়ন্ত্রিত হয়েছে। আগে তো ডেনড্রাইটের মত নেশা ছিলই, এবার তার সাথে কন্ডোমের নেশা কিছুটা হলেও অবাক করল সকলকে।

Share
Published by
News Desk