Categories: State

পদ্মায় নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ কয়েকজন

Published by
News Desk

মুর্শিদাবাদে নৌকাডুবিতে মৃত্যু হল ১ জনের। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। তাঁদের খোঁজে পদ্মায় তল্লাশি চালাচ্ছে বিএসএফ। মঙ্গলবার সকালে পাট চাষিদের নিয়ে পদ্মার জলে গন্তব্যে পাড়ি দেয় একটি নৌকা। মুর্শিদাবাদের রানিনগরের বামনবাদ কাছে আচমকাই পদ্মায় তলিয়ে যায় নৌকাটি। ভরা বর্ষায় উত্তাল পদ্মায় ভেসে যান পাটচাষিরা। বাংলাদেশ সীমান্তের খুব কাছে হওয়ায় দ্রুত সেখানে হাজির হন বিএসএফ জওয়ানরা। তাঁরাই উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে ভেসে যাওয়া চাষিদের একজনের দেহ পদ্মার জল থেকে উদ্ধার করেন তাঁরা। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার পর পদ্মার পাড়ে ভিড় জমান উদ্বিগ্ন মানুষজন।

Share
Published by
News Desk