State

চম্পাহাটিতে বাজি কারাখানায় বিধ্বংসী আগুন

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় বুধবার বেলায় আগুন লেগে যায়। আগুন অতিদ্রুত ছড়াতে তাকে। আগুনে আশপাশের এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

কলকাতা : এ রাজ্যে আতসবাজির হাব যদি বলতে হয় তো সেটা অবশ্যই চম্পাহাটি। বারুইপুরের অন্তর্গত চম্পাহাটি সেখানকার বাজি শিল্পের জন্য বিখ্যাত। কালীপুজো ও দিওয়ালীর আগে সেখানে প্রতি বছরই বাজির বাজার বসে। কিছুটা কম খরচে বাজি কিনতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমান চম্পাহাটিতে।

সেই চম্পাহাটিতেই একটি বাজি কারখানায় বুধবার বেলা ১১টা নাগাদ একটি বিস্ফোরণ হয়। তারপর আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।

আগুন খুব দ্রুত ছড়ায়। আশপাশের বেশ কয়েকটি দোকানও সেই আগুনের লেলিহান শিখার আওতা এসে পড়ে। এদিন সকালেই কিছু মানুষ বাজি কিনতে এসেছিলেন এখানে। তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। আশপাশ খালি করে দেওয়া হয়। আগুনের জেরে বিভিন্ন বাজি পুড়তে থাকে। তা থেকে কুণ্ডলী পাকানো কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। দূর দূর থেকে সেই ধোঁয়া দেখতে পাওয়া গেছে এদিন।

স্থানীয় মানুষ অনেকেই ছুটে আসেন আগুন লাগার খবর পেয়ে। দমকলের তৎপরতায় অবশ্য আগুন খুব বেশি আশপাশে ছড়াতে পারেনি। তবে কারখানাটি ভস্মীভূত হয়ে গেছে।

আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়। দমকলের তরফে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রচুর বাজি মজুত থাকায় আগুনের সামান্য স্ফুলিঙ্গও পুরো কারাখানা জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেই আগুন কোথা থেকে এল তা কারও কাছে পরিস্কার নয়।

এদিকে এদিন উত্তরপ্রদেশেরও একটি বাজি কারাখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে ২ জনের মৃত্যুও হয়েছে। চম্পাহাটির ঘটনায় অবশ্য হতাহতের খবর নেই।

এ বছর বাজির বাজারে অবশ্য ভাটার টান। এরমধ্যেই গত মঙ্গলবার রাজ্যসরকারের তরফে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে এবার কালীপুজো ও দিওয়ালীতে বাজি পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

এটাও বলা হয়েছে যে বাজির থেকে তৈরি ধোঁয়া পরিবেশে দূষণ বৃদ্ধি করে। যা করোনা সংক্রমিত মানুষের জন্য ক্ষতিকর। তাই তাঁদের কথা মাথায় রেখে এবার বাজি পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানান আলাপনবাবু।

News Desk

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025