State

দিঘায় মৎস্যজীবীদের জালে দানব শঙ্কর, দাম উঠল ৫০ হাজার

দিঘার মৎস্যজীবীদের জালে পড়ল একটি অতিকায় শঙ্কর মাছ। যা আগে কখনও দেখেননি তাঁরা।

Published by
News Desk

কলকাতা : দিঘার মৎস্যজীবীদের একটি দল গিয়েছিল সমুদ্রে মাছ ধরতে। তাদের জালে উঠল একটি মাছ। এ রাজ্যে শঙ্কর মাছের যথেষ্ট চাহিদা। অনেকেই শঙ্কর মাছ খেতে পছন্দ করেন। সেই শঙ্কর মাছ পড়ে জালে। তা বলে এত বড়! হকচকিয়ে গেলেও মৎস্যজীবীরা সেটি তুলে নেন। তারপর সেটি দিঘায় আনতেই হৈচৈ পড়ে যায়। মাছটি নড়ানো পর্যন্ত যাচ্ছিল না। বহু মানুষ ভিড় জমান মাছটি দেখতে। কারণ মৎস্যজীবীরাও এতদিন ধরে মাছ ধরে এত বড় মাছ জালে তুলতে পারেননি।

শঙ্কর মাছটির ওজন দাঁড়ায় ৭৮০ কেজি! বাজারে বিক্রিও হয়। দাম ওঠে ৫০ হাজার টাকার ওপর। মাছটিকে দড়িতে বেঁধে একাধিক ব্যক্তি টেনে নিয়ে যেতে হিমসিম খান। এত বড় শঙ্কর মাছ আগে কখনও জালে না পড়ায় এটাই দিঘায় এখনও পর্যন্ত ওঠা সবচেয়ে বড় মাছ। যা দেখতে এদিন মৎস্যজীবীরা তো বটেই, স্থানীয়রাও ভিড় জমান।

৭৮০ কেজির মাছটি দৈর্ঘ্যে প্রায় ৮ ফুট। আর প্রস্থে ৫ ফুট। অনেকেই খবর পেয়ে দিঘার মাছ বাজারে ছুটে আসেন মাছটিকে চোখের দেখা দেখতে। অনেকেই মোবাইলে ভিডিও, ছবি তুলে ফেলেন। যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts