State

গ্রামে ঢুকতে বাধা, বাংলার গভীর জঙ্গলে রয়েছেন ১৩ পরিযায়ী

বাড়ি ফিরেছেন ৪ মাস পর। তারপরেও তাঁদের গ্রামে ঢুকতেই দিলেন না গ্রামবাসীরা। কোয়ারেন্টিন সেন্টারেও নয়।

Published by
News Desk

কলকাতা : রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন ১৩ জন। একই গ্রামের বাসিন্দা। ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণার পর এতদিন রাজস্থানেই ছিলেন তাঁরা। বাড়ি ফিরতে পারেননি। অবশেষে ফিরলেন। কিন্তু ফিরেই গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হল তাঁদের।

গ্রামের লোকজন এক জায়গায় জড়ো হয়ে সাফ জানিয়ে দিলেন গ্রামে তাঁদের ঢুকতে দেওয়া হবেনা। পুলিশ থেকে পঞ্চায়েত সকলেই বোঝানোর চেষ্টা করেন কোয়ারেন্টিন সেন্টারে থাকবেন তাঁরা। আর সেখান থেকে করোনা ছড়ানোর ভয় নেই। কিন্তু নাছোড় গ্রামবাসীরা তাঁদের গ্রামে ঢুকতে দেননি।

গ্রামে ঢুকতে না পেরে অগত্যা ১৩ জন পরিযায়ী শ্রমিক নিজেদের গ্রাম ছেড়ে কাছের বেরাবান জঙ্গলে প্রবেশ করেন। সেখানেই একটা জায়গা খুঁজে গহন অরণ্যে তাঁবু খাটান তাঁরা। একটি তাঁবুতেই কোনও রকমে ১৩ জন রয়েছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জগদালা গ্রামে। জঙ্গলে ১৩ জন শ্রমিকের আপাত আস্তানা হলেও সেখানে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন তাঁরা।

তাঁদের পানীয় জল ঠিকঠাক নেই। ফলে তেষ্টায় অনেক সময় কষ্ট পাচ্ছেন। খাবার ঠিকমত পাচ্ছেন না। এমনকি দিনযাপনের জন্য ন্যূনতম সুবিধাটুকুও সেখানে অমিল। কিন্তু গ্রামে তাঁদের ঢুকতে না দেওয়ায় চরম কষ্টেই আপাতত গভীর জঙ্গলে দিন কাটাতে হচ্ছে ১৩ জন শ্রমিককে।

Share
Published by
News Desk