State

আম্ফান ত্রাণ পেতে ধস্তাধস্তি, পদপিষ্ট কয়েকজন

আম্ফানের ত্রাণ বিলির সময় প্রবল ধস্তাধস্তির ঘটনা ঘটল কুলতলিতে। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে হাসপাতালে কয়েকজন।

Published by
News Desk

কলকাতা : অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফানে দক্ষিণ ২৪ পরগনার প্রভূত ক্ষতি হয়েছে। কুলতলি তার মধ্যেই একটি। বহু মানুষ ঝড়ে ক্ষতিগ্রস্ত। তাঁদের জন্য সরকার যে ত্রাণের বন্দোবস্ত করেছে তা পেতে যে ফর্ম পূরণ প্রয়োজন তা পেতে বৃহস্পতিবার সকাল থেকেই কুলতলির বিডিও অফিসের সামনে বিশাল লাইন পড়ে। যত বেলা বাড়ে ততই লাইন লম্বা হতে থাকে। হাজার হাজার মানুষ জমা হন সেখানে। বেলা ১০টায় বিডিও অফিস খুলতেই শুরু হয় হুড়োহুড়ি।

লাইন ভেঙে অনেকে আগে ঢোকার চেষ্টা করতে যেতেই শুরু হয় ধস্তাধস্তি। মহিলা ও পুরুষদের লাইন আলাদা করা হয়েছিল। মহিলাদের দাবি, পুরুষরা তাঁদের ধাক্কা দিয়ে লাইন ভেঙে আগে বিডিও অফিসে ঢোকার চেষ্টা শুরু করেন। তাতেই পরিস্থিতি হাতের বাইরে যায়। ধস্তাধস্তি থেকে হুড়োহুড়ি শুরু হয়। তারমধ্যে কয়েকজন টাল সামলাতে না পেরে পড়ে যান। তাঁদের ওপর দিয়েই কয়েকজন অফিসের দিকে যাওয়ার চেষ্টা করেন। পদপিষ্ট হয়ে আহত অবস্থায় জনা তিনেক মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আহত হয়েছেন আরও কয়েকজন।

শাসক দলের তরফে এদিনের ঘটনাকে বিজেপির করা ঘটনা বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাল্টা দাবি, শাসক দলের অনিয়মেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি রাজনীতির রং পেলেও আম্ফানের ত্রাণ নিয়ে নানা সময়ে অশান্তির খবর সামনে এসেছে। অনিয়মের অভিযোগও উঠেছে।

Share
Published by
News Desk