Categories: State

২ পাড়ার সংঘর্ষ, ১ মহিলাকে পিটিয়ে খুন

Published by
News Desk

২টি পাড়ার মধ্যে ঝামেলার জেরে প্রাণ গেল এক মহিলার। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, ভাঙরের কাশীপুর এলাকায় গত বুধবার গাড়ি রাখা নিয়ে ২টি পাড়ার মধ্যে ঝামেলা হয়। তখনকার মত পুলিশ মোতায়েন করা হলে অবস্থা আয়ত্তে আসে। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধের পর পুলিশি প্রহরা উঠে যেতেই ফের সংঘর্ষ শুরু হয়। ২ পাড়ার বেশ কয়েকটি বাড়িতে অগ্নি সংযোগ করা হয়। অভিযোগ সেই ঝামেলার মধ্যেই আয়েশা কানুন নামে এক মহিলাকে ব্যাপক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Share
Published by
News Desk