State

হোম কোয়ারেন্টিনে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হোম কোয়ারেন্টিনে যেতে হল তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

Published by
News Desk

কলকাতা : হোম কোয়ারেন্টিনে যেতে হল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি একা নন, তাঁর পরিবারের ১২ জন সদস্যই হোম কোয়ারেন্টিনে গেছেন। কেন আইসোলেশনের পথ বেছে নিতে হল তৃণমূল সাংসদকে? কল্যাণবাবুর সুরক্ষাকর্মীদের ১ জন গত বুধবার করোনা সংক্রমণের শিকার হয়েছেন। তাঁর নমুনা পরীক্ষার পর তিনি কোভিড-১৯ পজিটিভ বলে জানা যায়।

ওই সুরক্ষাকর্মীকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যে যে কটি কোভিড হাসপাতাল রয়েছে তার একটি বাঙুর হাসপাতাল। সুরক্ষাকর্মীর দেহে করোনা পাওয়ার পর আর কোনও ঝুঁকি নেননি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিবারের সকলকে নিয়ে হোম কোয়ারেন্টিনে যান তিনি। কল্যাণবাবু জানিয়েছেন, তাঁর পরিবারের কারও দেহেই করোনার কোনও উপসর্গ নেই। তবে তাঁদের সকলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

এদিকে রটে যায় যে কল্যাণবাবু করোনা সংক্রমণের শিকার হয়েছেন। কল্যাণবাবু দাবি করেছেন এটা স্থানীয় কিছু বিজেপি সমর্থকের কাজ। তাঁর কোনও করোনা উপসর্গ নেই। তাঁর সুরক্ষাকর্মী করোনা আক্রান্ত। প্রসঙ্গত কদিন আগেই করোনা সংক্রমণের শিকার হয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

Share
Published by
News Desk