Categories: State

দিঘায় বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনা, মৃত ২

Published by
News Desk

দিঘায় বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ২ জনের। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, অসমের কয়েকজন বাসিন্দাকে নিয়ে একটি গাড়ি দিঘা যাচ্ছিল। কাঁথির কাছে উল্টোদিক থেকে আসছিল একটি পর্যটক বোঝাই বাস। বাসটির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়িতে থাকা যাত্রীদের ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালক সহ বাকি ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাসটির সামান্য ক্ষতি হলেও বাসের সকল যাত্রীই সুরক্ষিত আছেন। ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।

Share
Published by
News Desk