State

ভুলের মাসুল জীবন দিয়ে চোকাতে হল যুবককে

Published by
News Desk

একটা ভুল মানুষের জীবনটাও কেড়ে নিতে পারে। ভুল শুধরে নেওয়ার সুযোগও পাওয়া যায়না। সেটাই হল পূর্ব বর্ধমানের অম্বিকা কালনা রেল স্টেশনের কাছে। গত শুক্রবার এখানেই স্টেশনের কাছে রেল লাইনের ওপর বসে মোবাইল ফোনে ভিডিও গেম খেলছিলেন এক যুবক। সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। ২ জনেই কার্যত মোবাইলে মশগুল হয়ে ছিলেন।

ট্রেন যে ওই লাইনে তাঁদের মৃত্যু পরোয়ানা নিয়ে ছুটে আসছে তা বোধহয় আন্দাজ করতে পারেননি তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রেন যখন খুব কাছে এসে পড়ে তখন ২ জনের হুঁশ হয় যে ট্রেন আসছে তাঁদেরই লাইনে। যিনি মোবাইলে গেম খেলছিলেন সেই টোটন সাঁতরার বন্ধু সময়মত সরতে পারলেও টোটন সরতে পারেননি।

সরতে সরতেই ট্রেন এসে সজোরে টোটন সাঁতরাকে ধাক্কা দিয়ে চলে যায়। ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ট্রেন লাইনের ওপর দিয়ে মোবাইল ফোন কানে যাতায়াত, ট্রেন লাইনে বসে গল্প বা ট্রেন লাইনের ওপর অন্য কাজ করা উচিত নয় বলে বারবার প্রচার করা হয়। আগেও বহু ঘটনা উদাহরণ হয়ে আছে যে এমন কিছু করলে তার পরিণতি কতটা প্রাণঘাতী হতে পারে। তারপরেও হয়তো সকলের হুঁশ ফেরানো সম্ভব হয়নি। যার সাম্প্রতিক উদাহরণ হয়ে রইলেন টোটন সাঁতরা।

Share
Published by
News Desk