পাটনায় সিএএ বিরোধী বিক্ষোভ, ছবি - আইএএনএস
সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হল মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগর এলাকায়। এখানে চলছিল সিএএ বিরোধী আন্দোলন। সরস্বতী পুজোর দিন সকাল সাড়ে ৯টা নাগাদ সাহেবনগরে পথ অবরোধ করেন স্থানীয়রা। পথ অবরোধ চলাকালীন সেখানে হাজির হয় একদল যুবক। ২টি দলের মধ্যে বচসা শুরু হয়। যা ক্রমশ উত্তপ্ত চেহারা নিতে থাকে। তারপরই সেখানে গুলি চলে।
বচসা থেকে হাতাহাতি, তারপর গুলি। গুলি চলতেই চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে যায়। পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। গুলিবিদ্ধ হয়ে রাস্তার ওপরই লুটিয়ে পড়েন ৩ জন। তাঁদের মধ্যে ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১ জনকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গুলি চলার পর উত্তেজিত জনতা একের পর এক গাড়িতে আগুন ধরাতে থাকেন। অনেকগুলি বাইক জ্বালিয়ে দেওয়া হয়। রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এমনকি অনেকেই বাড়ির মধ্যে আশ্রয় নেন।
পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। স্থানীয়দের দাবি, তৃণমূল নেতা তাহিরুদ্দিন শেখের দলবল এসে তাঁদের অবরোধে হামলা চালায়। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, এর পিছনে তাদের কোনও হাত নেই। অবরোধে হামলা চালায় সিপিএম এবং কংগ্রেস। এভাবে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে গুলি চলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২ জনের মৃত্যুর পর এলাকা থমথম করছে। চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা