State

নদীর ধার থেকে উদ্ধার ২ মহিলার দেহ

Published by
News Desk

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকার ধার ধরে বয়ে যাওয়া পিয়ালি নদীর ধার থেকে উদ্ধার হল ২ অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। পুলিশ ২টি দেহ উদ্ধার করেছে। ১টি দেহ রাতেই পাওয়া যায়। দ্বিতীয় দেহটি প্রথম দেহের কাছেই পড়েছিল। যা রাতের অন্ধকারে চোখে পড়েনি। শুক্রবার সকালে তা দেখতে পান অনেকে। পুলিশ ২টি দেহই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

২ মহিলার মধ্যে ১ জনকেও চিনতে পারছেন না স্থানীয়রা। ফলে তাঁরা বাইরে থেকে এখানে এসেছিলেন বলে অনুমান পুলিশের। কিন্তু কেন? পুলিশের প্রাথমিক অনুমান কারও সঙ্গে ২ মহিলা এখানে বেড়াতে আসেন। তারপর এখানেই নদীর ধারে ফাঁকা জায়গায় তাঁদের হত্যা করা হয়। ২ জনকেই ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

২ মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পোশাক ছিল অবিন্যস্ত। মৃত ২ জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে ওই ২ মহিলা কোথা থেকে এসেছিলেন, তাঁদের সঙ্গে কে বা কারা ছিল তাও জানার চেষ্টা চলছে। এর পিছনে কোনও ত্রিকোণ প্রেমের বিষয় জড়িয়ে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk