State

ছাদের ওপর পিকনিক, আনন্দে শুরু হলেও শেষ হল মৃত্যুতে

Published by
News Desk

শীতের দিন। তাই স্থানীয় একটি স্কুলের ছাদেই হয়েছিল পিকনিকের আয়োজন। একেবারে স্টোভ, হাঁড়িকুঁড়ি, রান্নার জিনিসপত্র নিয়ে শুরু হয়েছিল পিকনিকের মজা। যত সময় গড়াতে থাকে পিকনিক জমে উঠতে থাকে। সেই সময় পিকনিকে উপস্থিত একটি বছর ছয়েকের শিশু নিজের মত খেলতে খেলতে স্কুল বাড়ির ছাদ লাগোয়া পাশের বাড়ির ছাদে চলে যায়। পাশের বাড়ির ছাদের ধার দিয়ে গেছে হাই-টেনশন লাইন। আর সেখানেই ঘটে যায় চরম বিপত্তি।

সকলের অলক্ষ্যে ওই শিশুটি আচমকা ওই তারের ছোঁয়ায় চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এটা দেখে দ্রুত সেখানে ছুটে যান শিশুর বাবা ও অন্য এক ব্যক্তি। তাঁরাও শিশুটিকে ধরে টানতে চেষ্টা করেন। আর তা করতে গিয়ে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। ৩ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। এই ঘটনায় এলাকা জুড়ে হৈহৈ পড়ে যায়। পুলিশ পরে ৩ জনের দেহ উদ্ধার করে।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকায়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছাদেই পড়ে থাকে পিকনিকের আয়োজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে একটি বাড়ির ছাদের গা ঘেঁষে এভাবে বিদ্যুতের তার গেল তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভও রয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts