State

ব্রিজের নিচে আটকে গেল আস্ত বিমান

Published by
News Desk

এমনিতেই ঘন কুয়াশায় রাত থেকে সকাল পর্যন্ত খুব পরিস্কার করে সড়ক দেখা দায় হয়ে গেছে। এই কুয়াশায় দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ে। তারমধ্যেই অন্য বিপত্তি। মঙ্গলবার ভোর রাতের দিকে দুর্গাপুরে জাতীয় সড়কের উপর আজব এক সমস্যার সাক্ষী হলেন সাধারণ মানুষ। ইন্ডিয়া পোস্টের একটি পরিত্যক্ত কার্গো বিমানকে ট্রলারে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ওই রাস্তা ধরে। এদিকে ওই রাস্তার ওপর দিয়েই গেছে দুর্গাপুর স্টিল প্লান্ট পর্যন্ত যাওয়ার একটি সেতু। সেই কংক্রিটের সেতুর তলায় আটকে যায় ট্রলারটি।

ট্রলারের ওপর চাপানো বিমানের উপরের অংশের উচ্চতা ও সেতুর উচ্চতা ঠিক ঠাওর করে উঠতে পারেননি চালক। ভেবেছিলেন বেরিয়ে যাবে। কিন্তু তা হয়নি। বিমানের উপরের অংশ ঘষে আটকে যায় সেতুর কংক্রিটে। ফলে থমকে যায় সেখানেই। আশপাশ থেকে রাস্তার ওপর একটা আস্ত বিমান দেখাতে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

আটকে থাকা বিমানটিকে কীভাবে ট্রলার সমেত এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন সকলে। ট্রলারের চাকার হাওয়া খুলে উচ্চতা কমিয়ে বিমানটির সঙ্গে সেতুর সিলিংয়ের মধ্যে সামান্য হলেও ফাঁক তৈরির চেষ্টা হয়। তাতে অবশ্য তেমন কাজ হয়নি। এভাবে বিমানকে এই জট মুক্ত করার চেষ্টা করতে থাকেন সংশ্লিষ্ট আধিকারিকরা। কিন্তু মানুষের ভিড় ওসব না দেখে বিমান দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এত কাছ থেকে আস্ত বিমান দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই।

Share
Published by
News Desk