State

ভরা বাজারে মাংস ব্যবসায়ীকে গুলি

Published by
News Desk

বাজারে তখন যথেষ্ট ভিড়। অন্যান্য বাজারের মত কাঁকিনাড়া বাজারও রবিবার জমে ওঠে। মাছের বাজারের পাশেই মাংসের দোকান জাহাঙ্গীরের। ভিড়ে ভিড়াক্কার বাজারে সেই দোকানে তখন ছিলেন ওই ব্যবসায়ী। আচমকাই ৩ দুষ্কৃতি এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে লুটিয়ে পড়েন জাহাঙ্গীর। রক্তাক্ত অবস্থায় মেঝেতে কাতরাতে থাকেন। এদিকে ভিড় থাকায় দুষ্কৃতিদের ১ জনকে পাকড়াও করে নেন স্থানীয়রা।

২ দুষ্কৃতি কোনওক্রমে ভিড় এড়িয়ে পালাতে পারলেও ১ জনকে স্থানীয় মানুষজন পাকড়াও করে বেদম প্রহার করেন। ওই দুষ্কৃতি এলাকার পরিচিত মুখ। অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হিসাবে তাকে অনেকেই চেনেন। তাকে মারধর করে প্রায় আধমরা করে ছাড়েন সকলে। এদিকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক।

মারধর করার পর ওই দুষ্কৃতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে। ভিড়ে ঠাসা বাজারে এমন কাণ্ডে রবিবারের সকালে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুরনো শত্রুতা নাকি এক পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করে বাকি ২ জনকেও পাকড়াও করার চেষ্টা চালাবে পুলিশ।

Share
Published by
News Desk