Categories: State

ঘুমের ওষুধ স্প্রে করে লুঠ

Published by
News Desk

বাড়ির সকলকে ঘুমের ওষুধের স্প্রে করে ঘুম পাড়িয়ে বাড়ির সবকিছু লুঠ করে পালাল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন পরিবারের সদস্যরা। সেই অবস্থায় ঘুম আরও গাঢ় করতে জানলা দিয়ে ঘুমের ওষুধের স্প্রে ছোঁড়ে দুষ্কৃতীরা। তারপর ছাদের দরজা ভেঙে বাড়িতে ঢোকে তারা। এরপর অবাধে চলে লুঠপাট। প্রায় দেড় লক্ষ টাকার সোনার গয়না, নগদ ২০ হাজার টাকা, কম্পিউটার, মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বাদ দেয়নি ব্যাঙ্কের পাসবই, চেকবই সহ অন্যান্য দরকারি কাগজপত্রও। ভোরে ঘুম ভাঙার পর বাড়ির লোকজন জানতে পারেন বাড়িতে এতবড় কাণ্ড ঘটে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk