State

ফের জুটমিলে তালা, বিক্ষোভে কাজ হারানো শ্রমিকরা

Published by
News Desk

শিবপুরের হাওড়া জুটমিলে কাজ কমেছিল অনেকদিন। শ্রমিকদের দাবি তাও লেবার কমিশনারের মধ্যস্থতায় জুটমিল চালু ছিল। শিফট কমেছিল। সপ্তাহে মাত্র ৫ দিন কাজ হত। কিন্তু কাজ হচ্ছিল। শ্রমিকরা আসছিলেন মিলে। সোমবার সকাল থেকে সেটাও বন্ধ হয়ে গেল। নিমেষে বেকার হয়ে গেলেন মিলের বহু শ্রমিক। ফলে তাঁদের হতাশা ক্ষোভ হয়ে ফেটে পড়ল মিলের দরজায়।

সোমবার সকালে হাওড়া জুটমিলে নিয়ম মেনে কাজ করতে হাজির হন ওই শিফটের কর্মীরা। কিন্তু এসে দেখেন দরজায় ঝুলছে তালা। ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিল। এটা দেখার পরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। কাউকে কিছু না জানিয়ে এভাবে কারখানা বন্ধ করে দেওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রবল ক্ষোভ আছড়ে পড়ে।

অবস্থা সামাল দিতে পুলিশ ও ব়্যাফ নামে। শ্রমিকদের দাবি, রবিবার তাঁদের যে সাপ্তাহিক মজুরি প্রদান করা হয় তাও দেয়নি কর্তৃপক্ষ। তারপর এদিন তো তালাই ঝুলিয়ে দিল। এখন তাঁরা কী করবেন, তাঁদের সংসার কেমন করে চলবে সে প্রশ্ন তুলছেন শ্রমিকরা। একদম বিনা নোটিসে রাতারাতি এভাবে মিল বন্ধ করায় তাঁরা আরও ক্ষুব্ধ।

Share
Published by
News Desk

Recent Posts