State

সকাল থেকেই বোমাবাজি, গুলি, আগুন, মৃত ১

Published by
News Desk

ধিকিধিকি আগুন অনেকদিন ধরেই জ্বলছিল। মঙ্গলবার সেই লড়াই একদম সম্মুখ সমরের চেহারা নিল। ২ পক্ষই একে অপরে লক্ষ্য করে গুলি, বোমা ছুঁড়তে থাকে। ফলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সকালেই এমন কাণ্ডে স্তব্ধ হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বিস্তীর্ণ এলাকা। নেবুখালি গ্রামে অবস্থা ভয়ংকর চেহারা নেয়। অগুন্তি বোমা পড়তে থাকে। গুলি চলে। যার জেরে আতঙ্কে বাড়িতেই আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা।

এই বোমা গুলির লড়াই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলেরই ইউসুফ মোল্লা ও জাকির শেখ গোষ্ঠীর মধ্যে লড়াই আজকের নয়। এই বিবাদ অনেকদিনের। এলাকা দখলকে কেন্দ্র করে তাদের এই বিরূপ সম্পর্ক গত রবিবার থেকেই ফের নতুন করে জ্বলে উঠছিল। মঙ্গলবার সকালে তা চূড়ান্ত রূপ নেয়। বেশ কিছু বাড়িতে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার সকালে ২ পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে সইবুদ্দিন সর্দার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁর মৃত্যু হয়। তিনি তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। তাঁর দেহ নিয়ে পরে বিক্ষোভে সামিল হন তৃণমূলকর্মীরা। এদিকে বোমা, গুলি চলার খবর পেয়েই সেখানে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় ছড়িয়ে পড়ে পুলিশ। পুলিশ এলাকা দখল নেওয়ার পর ক্রমশ বোমা, গুলি কমে আসে। তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। স্থানীয় মানুষ আতঙ্কে রয়েছেন। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts