State

পুলিশ ইন্সপেক্টরকে গুলি করে পালাল দুষ্কৃতিরা

Published by
News Desk

রাতে চলছিল পুলিশি টহল। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ইন্সপেক্টর সন্দীপ পাল এই টহলে ছিলেন। ছিল সিভিক পুলিশও। আসানসোল স্টেশনের কাছে তাঁদের নজরে আসে একটি অটো। রবিবার রাতে টহল দেওয়ার সময় ওই অটো দেখে সন্দেহ হয় সন্দীপবাবুর। তিনি দেখার চেষ্টা করেন অটোতে কারা রয়েছে। তাই অটোটিকে দাঁড়াতে বলেন। আর ঠিক সেই সময়েই অটো থেকে মুখ বার করে তাঁকে গুলি করে এক যুবক।

গুলি এসে লাগে সন্দীপবাবুর বুকে। পাঁজরে ঢুকে যায় গুলিটি। লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আপাতত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তিনি। রাতের আসানসোলে এভাবে খোদ পুলিশ ইন্সপেক্টরকে গুলি করে পালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন যদি একজন পুলিশ ইন্সপেক্টরই শহরে সুরক্ষিত না হন তাহলে তাঁরা কীভাবে সুরক্ষিত?

পুলিশ জানাচ্ছে অটোতে ৩ জন যুবক ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ঝাড়খণ্ডের একটি দুষ্কৃতি গ্যাংয়ের সদস্য এরা। কোনও কারণে আসানসোলে এসেছিল। তখনই তাদের পথ আটকানোর চেষ্টা করেন সন্দীপ পাল। ঝুঁকি বুঝে গুলি চালায় বেপরোয়া এই দুষ্কৃতিরা। এরা সোনু সিং নামে এক কুখ্যাত দুষ্কৃতির দলের লোক বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে তারা।

Share
Published by
News Desk

Recent Posts