Categories: State

বেআইনি দখলদারি তুলতে গিয়ে রণক্ষেত্র হাসপাতাল চত্বর

Published by
News Desk

বেআইনি হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ চত্বর। পুলিশকে লক্ষ করে দেদার ইট বৃষ্টি করেন হকাররা। পাল্টা লাঠি উঁচিয়ে তাঁদের দিকে তেড়ে যায় পুলিশ। দু’পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে হাসপাতাল চত্বরের বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে। হকারদের ছোঁড়া ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার।

সূত্রের খবর, এক সপ্তাহ আগেই হাসপাতাল চত্বর থেকে হকারদের বেআইনি দখলদারি গুটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাতে কর্ণপাত না করায় এদিন পুলিশ হকারদের তুলতে হাজির হয় হাসপাতাল চত্বরে। সেসময়ে হকারদের একটি প্রতিবাদ মিছিল বার হয়েছিল। সেখান থেকেই পুলিশকে লক্ষ করে ইট বৃষ্টি শুরু হয়। চলে থান ইট ছোঁড়া। পাল্টা লাঠি উঁচিয়ে হকারদের তাড়া করে পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। এদিকে হাসপাতাল চত্বরে এমন ঘটনায় রোগী ও রোগীর পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায়।

Share
Published by
News Desk

Recent Posts