State

২ মালিকের গণ্ডগোল, বাইকের শোরুমে ভাঙচুর, বোমা

Published by
News Desk

মোটরবাইকের একটি শোরুমকে কেন্দ্র করে বুধবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকা। পড়ল বোমা। জ্বলল অস্থায়ী দোকান। পুলিশ ও ব়্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ শোরুম ভাঙচুর বা বোমাবাজি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। প্রতিবাদে পথ অবরোধও করেন বিজেপি কর্মী সমর্থকেরা।

মোটরবাইক বাইক শোরুমটিকে কেন্দ্র ২ ব্যক্তির মালিকানা নিয়ে অশান্তি ছিল। আগেও তাঁদের মধ্যে অশান্তি হয়েছে। অভিযোগ বুধবার এক মালিকের লোকজন এসে যিনি এখন শোরুম চালাচ্ছেন তাঁর কর্মীদের ওপর চড়াও হয়। শোরুমের কাচ ভেঙে তছনছ করে দেওয়া হয়। শোরুমে ভাঙচুর চালানো হয়। তারপর শোরুমের কাছেই বোমাবাজি করে তারা।

যেখানে এই বোমাবাজি হয় সেখানে সাধারণ মানুষের বাড়ি, দোকান রয়েছে। রয়েছে স্কুল। ফলে বোমাবাজি স্কুলের পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই আতঙ্কের সৃষ্টি করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। ব়্যাফ ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কয়েকটি ছোট অস্থায়ী দোকানে দুষ্কৃতিরা আগুন ধরায় সেগুলি নেভানোর চেষ্টা শুরু হয়। এদিকে ঘটনার প্রতিবাদে ও তৃণমূলের দিকে আঙুল তুলে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। বেশ কিছুক্ষণ অবরোধ চলে। পরে পুলিশ বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

Share
Published by
News Desk

Recent Posts