State

ভাটপাড়ায় শান্তি ফেরাতে ব্যারাকপুরে বাম-কংগ্রেসের যৌথ মিছিল

Published by
News Desk

বাম-কংগ্রেস যে এ রাজ্যে নিজেদের মধ্যে সমঝোতা সুদৃঢ়ই রেখেছে তা শুক্রবার আরও একবার প্রমাণ করলেন ২ দলের নেতৃত্ব। ভাটপাড়া, কাঁকিনাড়ায় চলতে থাকা অশান্তি থামিয়ে সেখানে শান্তি ফেরাতে ২ দলের নেতারা শুক্রবার হাতে হাত ধরে রাস্তায় হাঁটলেন। ব্যারাকপুরে এদিন শান্তির দাবিতে মিছিল করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ ২ দলের নেতারা। ছিলেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমের মত নেতারাও। কংগ্রেসের তরফে ছিলেন অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকাররা।

এদিনের মিছিলে বহু মানুষ পা মেলান। মিছিল হয় ব্যারাকপুরে। মিছিলের বহর ছিল যথেষ্ট বড়। তবে বাম বা কংগ্রেস, কেউই তাদের দলীয় পতাকা হাতে মিছিলে হাঁটেনি। কোনও ব্যানারও ছিল না। যা সাধারণত কোনও মিছিলের ক্ষেত্রে বেমানান। শান্তির জন্য এই মিছিলে যাতে ইচ্ছুক সকলেই পা মেলাতে পারেন সেজন্যই দলীয় পতাকা বা ব্যানার রাখা হয়নি বলে জানান বাম, কংগ্রেস নেতারা।

অশান্ত ভাটপাড়ায় এর আগেও বাম ও কংগ্রেস প্রতিনিধিদল গিয়েছিল। একই দিনে গেলেও তারা গিয়েছিল আলাদা আলাদা করে। তবে বেশিক্ষণ ওই এলাকায় থাকেননি। এবার তারা একসঙ্গে পথে নামল। ভাটপাড়ায় শান্তি প্রতিষ্ঠার দাবিতেই বাম, কংগ্রেসের এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদই জানিয়েছেন। এদিকে মিছিলের জেরে ব্যারাকপুরে যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়তে হয় মানুষকে।

Share
Published by
News Desk

Recent Posts