State

মনুয়া ও তার প্রেমিক অজিতকে দোষী সাব্যস্ত করল আদালত, কাল সাজা

Published by
News Desk

বারাসতের হৃদয়পুরে ট্রাভেল এজেন্সির কর্মী অনুপম সিংহের হত্যাকাণ্ডে তাঁর স্ত্রী মনুয়া মজুমদার ও মনুয়ার প্রেমিক অজিত রায়কে দোষী সাব্যস্ত করল বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট। এদিন দোষী সাব্যস্ত হওয়ার সময়ও তারা আদালতে ভাবলেশহীন ছিল। আগামী শুক্রবার তাদের সাজা ঘোষণা করবে আদালত। অনুপমের গোটা পরিবার তো বটেই এমনকি এলাকার মানুষের সিংহভাগ মনুয়া ও অজিতের সর্বোচ্চ সাজা চাইছেন।

ফ খুনের সময়ে যাবতীয় চিৎকার সে শুনতে চায় বলে জানিয়ে অজিতকে ফোন চালু রাখতেও বলে। সরাসরি শোনে স্বামীর মৃত্যুর আগের আর্ত চিৎকার। এমনই এক নৃশংস খুনের ঘটনার পর তদন্তে নেমে মনুয়া ও তার প্রেমিক অজিতকে গ্রেফতার করে পুলিশ। শুরু থেকেই তাদের মধ্যে একটা ভাবলেশহীন আচরণ দেখা যাচ্ছিল। যা এদিন তাদের দোষী সাব্যস্ত করার সময়ও বজায় রইল।

আদালতে টানা ২ বছর এই মামলার শুনানি চলেছে। ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। এছাড়া পুলিশি তদন্ত থেকে উঠে আসা তথ্যও যাচাই করেন বিচারক। তারপর এদিন হল রায় ঘোষণা। দুজন দোষী সাব্যস্ত হওয়ায় খুশি অনুপমের পরিবার। তবে দোষী সাব্যস্ত হওয়াই নয়, তাঁরা চান দুজনের সর্বোচ্চ শাস্তি। ফাঁসির সাজা। তবে সেটা আদালতের বিচার্য। আদালত কি সাজা তাদের দেয় তা জানা যাবে রাত পোহালেই।

Share
Published by
News Desk

Recent Posts