State

গঙ্গায় ভেসে আসা ব্যাগ থেকে উদ্ধার তরুণীর কাটা মুণ্ড, দেহাংশ

Published by
News Desk

গঙ্গায় ভেসে আসা একটি কালো ব্যাগ। সেই ব্যাগের থেকে উঁকি দিচ্ছে চুলের গোছা। ব্যাগের মধ্যে থেকে চুলের গোছা দেখে সন্দেহ হয় বালির জেটিয়া ঘাটে স্নানে আসা মানুষজনের। ব্যাগ একটু ফাঁক করতেই তাঁদের নজরে পড়ে ভিতরে রয়েছে কাটা দেহাংশ। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। বালি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

পুলিশ আধিকারিকরা ব্যাগ খুলে দেখেন তার ভিতরে রয়েছে এক তরুণীর কাটা মুণ্ড। রয়েছে ওই তরুণী দেহাংশও। একটি ধারালো অস্ত্রও পান তাঁরা। ব্যাগের মধ্যেই ওই অস্ত্রটি ছিল। পুলিশের অনুমান, ওই তরুণীকে খুন করে তাঁকে টুকরো টুকরো করে কাটা হয়। তারপর ব্যাগে পুরে ভাসিয়ে দেওয়া হয় গঙ্গায়।

এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ গঙ্গার ঘাটে ভিড় জমান। পুলিশ দেহাংশ ও কাটা মুণ্ড উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। তবে ওই তরুণীর পরিচয় জানতে পারেনি পুলিশ। ওই তরুণীর পরিচয় জানারও চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Howrah

Recent Posts