State

ছন্দে ফিরছে ভাটপাড়া, চালু বাস, খুলল স্কুল থেকে দোকানপাট

Published by
News Desk

টানা অশান্তির পর অবশেষে ছন্দে ফিরছে ভাটপাড়া, কাঁকিনাড়া। সোমবার সকালে এখানে অনেকগুলি দোকান খোলে। টানা বন্ধ থাকার পর এদিন দোকান খুলতে পারায় ব্যবসায়ীদের মুখে চোখে ছিল আনন্দের ছাপ। ছন্দে ফিরছে জনজীবনও। এদিন সকাল থেকেই রাস্তায় স্বাভাবিক জীবনের ছবি উঠে এসেছে। মানুষজন পথে বেরিয়েছেন। স্কুল, কলেজ খোলা। স্কুলে পড়ুয়াদের হাজিরার সংখ্যাও যথেষ্ট ভাল। এখানে যে বাস চলে তাও বন্ধ ছিল। সোমবার থেকে সেই বাসও চালু হয়েছে।

ভাটপাড়ায় শান্তি ফেরাতে যে উদ্যোগ ব্যারাকপুর কমিশনারেটের নতুন কমিশনার মনোজ বর্মা নেন তাকে তারিফ জানাচ্ছেন স্থানীয়রা। গত শুক্রবার রাতে কমিশনার পদে দায়িত্বভার গ্রহণ করেন মনোজ বর্মা। শনিবার থেকেই তিনি এলাকায় ঘুরতে শুরু করেন। পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেন। রুট মার্চের সামনে ছিলেন তিনি নিজে। সোমবারও তিনি রুট মার্চ করেছেন এলাকায়। মনোজ বর্মা জানিয়েছেন, রাতে বেশ কিছু এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ৬০টির ওপর তাজা বোমা। সারা রাত তল্লাশির পর ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জনই স্থানীয় বাসিন্দা।

মনোজ বর্মা ক্ষমতায় আসার পর ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত করার কথা বলা হয়েছিল। হচ্ছেও তেমনই। অন্তত এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সেটাই পরিস্কার। সোমবার এলাকার মানুষের আস্থা ফেরানোর ওপর জোর দেয় পুলিশ। পুলিশের ওপর আস্থা রেখে সাধারণ মানুষ তাঁদের স্বাভাবিক জীবন যাতে অতিবাহিত করতে পারেন সেজন্য তাঁদের যাবতীয় আশ্বাস পুলিশের তরফে দেওয়া হয়েছে। এছাড়া এলাকার বিভিন্ন স্কুলে গিয়েও স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিন্ত থাকার আশ্বাস পুলিশের তরফে দেওয়া হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts