State

বিজেপি নেতার ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার

Published by
News Desk

গাছ থেকে ঝুলছে এক ২২ বছরের তরুণের দেহ। চোখে পড়েই আঁতকে ওঠেন গ্রামবাসীরা। ভিড় জমে যায়। খবর যায় পুলিশে। পুরুলিয়ার সেনাবোনা গ্রামে তখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। গাছ থেকে ঝুলন্ত দেহটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানাচ্ছে মৃতের নাম শিশুপাল সহিস। তিনি বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে। ভোটের মধ্যে এভাবে এক বিজেপি নেতার ছেলের দেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়ায় এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই রাজনীতির রং লেগেছে।

বিজেপির তরফে এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই শিশুপালকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়ে গেছে বলে অভিযোগ করেছে পুরুলিয়া বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

শিশুপালও বিজেপির হয়ে কাজ করত বলে স্থানীয়রা দাবি করেছেন। গত বুধবার সন্ধের পর থেকে শিশুপালকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। সারা রাত উদ্বেগের মধ্যে কাটানোর পর বৃহস্পতিবার সকালে ওই তরুণের দেহ গাছে ঝুলতে দেখে গ্রামবাসীদের কয়েকজন তাঁর বাড়িতে খবর দেন।

Share
Published by
News Desk
Tags: Purulia

Recent Posts