State

রাহুল গান্ধীর সভায় হুলুস্থুলু, চেয়ার ছোঁড়াছুঁড়ি

Published by
News Desk

মঞ্চে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বসে আছেন। সেই অবস্থায় তাঁর বক্তৃতা শুনতে আসা মানুষ যেভাবে ভিআইপিদের নির্দিষ্ট জায়গায় বেড়া টপকে ঢুকে পড়লেন, যেভাবে নিজেদের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি শুরু করলেন তাতে হতবাক অনেক কংগ্রেস নেতাই। কংগ্রেস নেতাদের বারবার অনুরোধেও এই হুলুস্থুলু বন্ধ হয়নি। শনিবার এমনই এক ছবির সাক্ষী রইল মালদহ।

মালদহের কলম বাগান মাঠে শনিবার ছিল রাহুল গান্ধীর সভা। এই সভা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রত্যাশার পারদ চড়ছিল। প্রদেশ কংগ্রেস নেতৃত্বও অনেক আশা নিয়ে তাকিয়েছিলেন এই সভার দিকে। বিশেষত নির্বাচনের মুখে। সেই সভা শনিবার শুরু হওয়ার পর মাঠে হৈচৈ শুরু হয়ে যায়। রাহুল গান্ধীর বক্তব্য শোনার জন্য সকলেই সামনের দিকে এগোনোর চেষ্টা করেন। তেতেই শুরু হয় গণ্ডগোল।

কংগ্রেস নেতৃত্বের তরফে জানানো হয়েছে তাঁদের প্রিয় নেতাকে দেখতে মানুষের ভিড়ে কিছুটা হৈচৈ শুরু হলেও কেউ আহত হননি। মাঠ যে তুলনায় ছোট ছিল তাও মেনে নিয়েছে কংগ্রেস নেতৃত্বে।

মালদহের কলম বাগান মাঠের জনসভায় বক্তব্য রাখছেন রাহুল গান্ধী, ছবি – আইএএনএস

এদিন সভায় রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এছাড়া প্রদেশ কংগ্রেস নেতারা প্রায় সকলেই ছিলেন। দীপা দাশমুন্সি অশান্ত ভিড়কে বারবার শান্ত করার চেষ্টা করেন।

Share
Published by
News Desk
Tags: Malda

Recent Posts