State

ভোটের মুখে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন

Published by
News Desk

ভোটের দামামা বেজে গিয়েছে। চারধারে একটা ভোট ভোট মেজাজ। চলছে প্রচার। এরমধ্যেই ফের খুনের ঘটনা ঘটল রাজ্যে। সোমবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে খুন হলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আলতাফ শেখ। তাঁকে কুপিয়ে খুন করে পালায় দুষ্কৃতিরা। তাঁর সঙ্গে থাকা গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সাব্বির আহমেদকেও আঘাত করে দুষ্কৃতিরা। তিনি প্রাণে বেঁচে যান। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আলতাফ শেখ ও সাব্বির আহমেদ, ২ জনেই স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিতি। সামনে ভোট। তাই ব্যস্ততা তুঙ্গে। সোমবার রাতে দলীয় কার্যালয়ে দলের কাজ সেরে বাইকে ফিরছিলেন তাঁরা। স্থানীয় লোকজনের দাবি সেসময়ে উল্টোদিক থেকে একটি মারুতি ভ্যান এসে সোজা ধাক্কা মারে বাইকে। বাইকটি রাস্তার ধারের ঢালু জমিতে উল্টো পড়ে। সেখানেই মারুতি থেকে নেমে আলতাফ ও সাব্বিরকে কোপাতে শুরু করে দুষ্কৃতিরা। কোনওক্রমে পালিয়ে প্রাণরক্ষা করেন সাব্বির। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় আলতাফ শেখের।

ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে মারুতি ভ্যানটি উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতিরা সেটি অকুস্থলে ফেলেই চম্পট দেয়। স্থানীয়দের একাংশের দাবি এই ঘটনা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। যদিও তা মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।

Share
Published by
News Desk
Tags: Murshidabad

Recent Posts