State

তৃণমূল প্রার্থীকে নিয়ে অশ্লীল পোস্ট, গ্রেফতার ২

Published by
News Desk

বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। টলিউডের রূপোলী পর্দার এই প্রখ্যাত নায়িকাকে বসিরহাট থেকে তৃণমূল দাঁড় করিয়ে চমক দিয়েছে। গত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আর ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ওই মহিলা প্রার্থীকে নিয়ে অশ্লীল পোস্ট। তাঁকে নিয়ে ২টি অশ্লীল পোস্ট ঘিরে নেট দুনিয়া বেশ সরগরম। এই অবস্থায় ঘটনার তদন্তে নেমে ২ যুবককে গ্রেফতার করল পুলিশ।

বসিরহাটে বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা শুভেন্দু চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানাচ্ছে, তার বিরুদ্ধে সোশ্যাল সাইটে নুসরত জাহানকে নিয়ে অশ্লীল পোস্ট ও তা শেয়ার করার অভিযোগ রয়েছে। শুভেন্দুর ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

শুভেন্দু ছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ভোট যত কাছে এগোচ্ছে ততই সোশ্যাল মিডিয়া হয়ে দাঁড়াচ্ছে প্রার্থীদের অপমান করার জায়গা। যা নিয়ে খোদ নির্বাচন কমিশনও চিন্তিত।

Share
Published by
News Desk