State

গ্রাম থেকে উদ্ধার প্রচুর গাঁজা, কাফ সিরাপ

Published by
News Desk

গোপন খবর ছিল তাঁদের কাছে। সেইমত হানা দেন সিআইডি আধিকারিকরা। হানা দিতেই তাঁরা হতবাক। ১৯৫ কেজি গাঁজা মজুত করা রয়েছে গ্রামের একটা বাড়িতে। শুধু কী গাঁজা, সেইসঙ্গে রয়েছে ৫ হাজার ৪০০টি কাফ সিরাপের বোতল। কাফ সিরাপ অর্থাৎ কাশির ওষুধ। যা নেশার উপাদান হিসাবেও পরিচিত। এই বিশাল পরিমাণ গাঁজা ও কাফ সিরাপ উদ্ধার সিআইডির জন্য একটা বড় সাফল্য।

শনিবার সকালে গোপনে খবর পেয়ে নদিয়ার হোগোলবেরিয়ার কুচাইডাঙা গ্রামে আচমকা হানা দেন সিআইডি আধিকারিকরা। তারপরই গাঁজা ও কাফ সিরাপ উদ্ধার করেন তাঁরা। ২ কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে সিআইডি। তারাই এই গাঁজা ও কাফ সিরাপ পাচারের ছক কষেছিল।

ধৃত ২ মাদক পাচারকারীর নাম গণেশ বিশ্বাস ও সইদুল খান। এরা ড্রাগ মাফিয়া বলেই পরিচিত। এদের গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। এই গাঁজা ও কাফ সিরাপ নিয়ে কী পরিকল্পনা ছিল তাদের তা জানার চেষ্টা করছেন গোয়েন্দা আধিকারিকরা।

Share
Published by
News Desk