State

মাঠের মধ্যে সকলের সামনে মহিলাকে কুপিয়ে খুন

Published by
News Desk

মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন বছর ৩৬-এর মহিলা সাবিত্রী হাজরা। সেখানেই হাজির হয় নিমাই হাজরা নামে এক মধ্যবয়সী ব্যক্তি। পুলিশ জানাচ্ছে, সকলের সামনেই ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত নিমাই। খুব স্বাভাবিকভাবেই নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন সাবিত্রীদেবী। বাধা দেওয়ার চেষ্টা করেন নিমাই হাজরাকে। একটা ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরই সকলের সামনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ওই মহিলাকে খুন করে সেখান থেকে চম্পট দেয় নিমাই হাজরা।

শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। মহিলাকে কুপিয়ে খুন করে সেখান থেকে অভিযুক্তের চম্পট দেওয়ার ঘটনা অনেকেই দেখেছেন। অভিযুক্ত নিমাই হাজরার তারপর থেকেই কোনও খোঁজ নেই। সে পলাতক। তার বাড়ি স্থানীয় ভান্ডারদহ গ্রামে। সেখানেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত নিমাই হাজরাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এদিকে মৃত সাবিত্রী হাজরার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Share
Published by
News Desk