State

প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন

Published by
News Desk

প্লাস্টিকের কারখানা বলে কথা। ফলে এখানে আগুন লাগলে যে তা কতটা ভয়ংকর চেহারা নিতে পারে তা অনুমেয়। সেটাই দেখলেন উত্তর ২৪ পরগনার ঘোলার মানুষজন। সোমবার বেলা ১০টার পর ঘোলার ওই প্লাস্টিক কারখানা থেকে আগুন বার হতে দেখেন স্থানীয় মানুষজন। দ্রুত পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। এদিকে ওই কারখানার চারপাশে অন্যান্য কারখানা ও সাধারণ মানুষের বাড়ি। ফলে আগুন ছড়ালে তা বহু মানুষের জন্য ভয়ংকর প্রমাণিত হতে পারত। আগুনকে তাই শুরুতেই বেঁধে ফেলার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা।

প্রতীকী ছবি

স্থানীয়রা জানান এই কারখানায় প্লাস্টিকের চেয়ার তৈরি হত। প্রচুর কাঁচামাল মজুত ছিল কারখানায়। ফলে আগুন লাগার পর তা বিধ্বংসী চেহারা নেয়। চারদিক থেকে গলগল করে কালো ধোঁয়া বার হতে থাকে। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। একে একে দমকলের ২০টির ওপর ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। চারদিক থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তারা।

প্রতীকী ছবি

দমকলের চেষ্টায় আগুন আশপাশে ছড়াতে পারেনি। তবে কারখানা প্রায় ভস্মীভূত করে দিয়েছে। কয়েক বিঘা জমির ওপর কারখানাটি তৈরি। ফলে বড় জায়গা জুড়েই আগুন ছড়ায়। যা আয়ত্তে আনতে হিমসিম খেতে হয় দমকলকে। আগুন লাগার সঠিক কারণ অজানা। তবে প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে।

Share
Published by
News Desk