State

বস্তিতে আগুন, মৃত ৩

Published by
News Desk

ঘিঞ্জি বস্তিতে আগুনটা লাগে গত রবিবার রাতে। আগুন খুব দ্রুত ছড়ায়। আগুনের গ্রাসে এসে পড়ে বেশ কিছু বাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। আগুন এতটাই দ্রুত ছড়ায় যে অনেকেই পালানোর পথ পাননি।

প্রতীকী ছবি

আগুনে ৩ জনের ঝলসে মৃত্যু হয়। ৩ জনের মধ্যে ২ জন সম্পর্কে দম্পতি। স্বামী-স্ত্রী আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসতে পারেননি। পুড়ে মৃত্যু হয় তাঁদের। আগুনে বহু পরিবারের ক্ষতি হয়েছে। কয়েকজন কমবেশি আহতও হয়েছেন।

প্রতীকী ছবি

আগুন কীভাবে লাগল তা এখনও পরিস্কার নয়। তবে কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জিনিসপত্র আগুনের গ্রাসে চলে যাওয়ায় অনেকের চোখেই ছিল জল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk