State

ঘরের মধ্যে বসে গাড়ি চাপা পড়ে মৃত বাবা-মেয়ে

Published by
News Desk

রাস্তার ধারে বাড়ি। সেখানেই বাস মইদুল ইসলামের পরিবারের। কে জানত যে বাড়ির মধ্যে ঘরে বসেও গাড়ি চাপা পড়ে মৃত্যু হবে পিতা ও কন্যার। এমনই এক অদ্ভুত দুর্ঘটনার সাক্ষী রইল দক্ষিণ ২৪ পরগনার শ্যামনগর গ্রাম। রাস্তা দিয়ে ছুটে চলা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে মইদুল ইসলামের বাড়িতে। ঘরের মধ্যেই গাড়ি চাপা পড়েন ৪৮ বছরের মইদুল ও ও তাঁর মেয়ে ১৭ বছরের আসিফা ইসলাম।

প্রতীকী ছবি

ঘটনাস্থলেই মৃত্যু হয় মইদুলের। আসিফাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এমন ভয়ংকর দুর্ঘটনায় একাধারে স্তম্ভিত ও ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশ এসে বুঝিয়ে বলার পর অবরোধ ওঠে।

প্রতীকী ছবি

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডাম্পারটি আটক করা হলেও গাড়ির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজ চলছে। এটা এখনও পরিস্কার নয় যান্ত্রিক গোলযোগ নাকি চালকের বেপরোয়া গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটল।

Share
Published by
News Desk