Categories: State

ফের আক্রান্ত পুলিশ, মাথা ফাটল পুলিশকর্তার

Published by
News Desk

ফের আক্রান্ত হল পুলিশ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের আউশগ্রামে। অভিযোগ বুধবার গভীর রাতে পুজো উপলক্ষে এখানে তারস্বরে মাইক বাজছিল। গভীর রাতে এভাবে মাইক বাজানোর অভিযোগ কানে আসতে সেখানে হাজির হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ কয়েকজন পুলিশকর্মী। উদ্যোক্তাদের অবিলম্বে মাইক বন্ধ করার নির্দেশ দেন তারা।

অভিযোগ তাতেই উন্মত্ত হয়ে ওঠে গ্রামবাসীদের একাংশ। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইট ব‌ৃষ্টি। তাতেই ইটের আঘাতে মাথা ফেটে যায় অতিরিক্ত পুলিশ সুপারের। অবস্থা সামাল দিতে বাধ্য হয়ে শূন্যে চার রাউন্ড গুলি চালায় পুলিশ। পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৮ জন গ্রামবাসীকে গ্রেফাতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts