State

নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা মারল লরি, মৃত ১

Published by
News Desk

বৃহস্পতিবার ভোর। ঘড়ির কাঁটায় সাড়ে ৬টা। নদিয়ার ধুবুলিয়া বাজার মোড়ের কাছে একটি পাথর বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই বাসে। বাসে ধাক্কা মারার পর লরিটি আরও অনিয়ন্ত্রিত অবস্থায় টালমাটাল হয়ে কয়েকটি ভ্যান রিক্সায় ধাক্কা মারে। তারপর রাস্তার ধারে হেলে পড়ে দাঁড়িয়ে যায়।

ছবি – সৌজন্যে – ফেসবুক – @Dhubulia-Nadia-1576322269306332

এই ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হন। বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভ্যান চালকরাও গুরুতর আহত হন। মোট ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। যারমধ্যে ১ জন ভ্যান চালকের পরে মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।

ছবি – সৌজন্যে – ফেসবুক – @Dhubulia-Nadia-1576322269306332

ঘটনার জেরে স্থানীয় মানুষজন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। পরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ওঠে অবরোধ। ঘটনার পর থেকে লরির চালক বেপাত্তা।

Share
Published by
News Desk