State

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে গেল লরি, প্রাণ গেল ৬ জনের

Published by
News Desk

একটি লরি আসছিল আউশগ্রামের দিক থেকে। অন্য লরিটি আসছিল সিউড়ির দিক থেকে। ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বিপরীত মুখে ছুটে আসছিল লরি ২টি। শুক্রবার সকালে বীরভূমের দুবরাজপুরের গোপালপুর মোড়ের কাছে ২টি লরি একে অপরের সামনাসামনি এসে পড়ে। কিন্তু গতির কারণে চালকরা সংঘর্ষ এড়াতে অক্ষম হন। ২টি লরির ভয়ংকর সংঘর্ষ হয় জাতীয় সড়কের ওপর। দুমড়ে যায় ২টি লরিই। রক্তাক্ত অবস্থায় ২টি লরির আরোহীরাই লুটিয়ে পড়েন।

এমন এক সংঘর্ষ দেখে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ৬ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আরও ১ জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অন্য ৫ জনের অবস্থা। ঘটনার জেরে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

Share
Published by
News Desk