State

সিমেন্টবোঝাই লরি জলে, মৃত চালক

Published by
News Desk

সিমেন্টবোঝাই লরি উল্টে প্রাণ গেল ১ জনের। রাস্তার ধারের নয়ানজুলিতে পরে যায় লরিটি। তারপর আর তার ভিতর থেকে বেরিয়ে আসতে পারেননি চালক। মৃত্যু হয় তাঁর। সিমেন্ট ভিজে জলে মেশে। ঘটনা ঘিরে আশপাশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার শাসমলঘাট এলাকায়। এখানে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল লরিটি। সোমবার তখন সকাল প্রায় ৯টা। আচমকা নিয়ন্ত্রণ হারান লরির চালক। রাস্তা ছেড়ে লরি গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে। লরির মাথার অংশ বাদ দিয়ে বাকি প্রায় সবটাই জলের তলায় চলে যায়। পরে সেটিকে জল থেকে তোলার ব্যবস্থা করা হয়।

Share
Published by
News Desk