State

লেপার্ড মেরে তার চামড়া বেচার ছক বানচাল, বনকর্মীদের জালে ৫ চোরাশিকারি

Published by
News Desk

ডুয়ার্সের জঙ্গলে যে তারা লেপার্ডটিকে হত্যা করেছে তা মেনে নিয়েছে ৫ চোরাশিকারি। এও মেনে নিয়েছে যে তারা ওই লেপার্ডের ছাল বিক্রি করার তালে ছিল। দাম পাচ্ছিল ১০ লক্ষ টাকা। বেলাকোবা ফরেস্ট রেঞ্জের আধিকারিক সঞ্জয় দত্ত সেকথা জানান। ছাল নিয়ে রওনাও দিয়ে দিয়েছিল তারা। গন্তব্য ছিল গরুমারা হয়ে নেপালে যাওয়া। কিন্তু শেষ রক্ষা হলনা। তার আগেই লেপার্ডের ছাল সমেত ধরা পড়ল ৫ চোরাশিকারি।

বিকাশ রাই, রঞ্জিত মহন্ত, সঞ্জয় অধিকারী, মোনাহান মুণ্ডা ও কিষণগঞ্জ তামাং নামে ৫ জনকে গ্রেফতার করেছে বন দফতরের বিশেষ দল। গত রবিবার জলপাইগুড়ি জেলার গাজোলডোবার কাছে তাদের ছাল সমেত গ্রেফতার করা হয়। দিন পাঁচেক আগেই ওই লেপার্ডটিকে হত্যা করা হয় বলে জানানো হয়েছে। তারপরই ১০ ফুট ছাল নিয়ে তারা রওনা দিয়েছিল নেপালের দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk