State

কুয়াশার জের, যাত্রীবোঝাই বাসের সঙ্গে ধানবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ

Published by
News Desk

চৈনগর থেকে হেমতাবাদ যাচ্ছিল বাসটি। বেসরকারি বাস। যাত্রীও ছিলেন অনেক। সোমবার সকাল তখন ৭টা। হেমতাবাদ-বিষ্ণুপুর রাজ্য সড়ক ধরে ছুটে চলছিল বাসটি। রাস্তায় ঘন কুয়াশা ছিল। আর সেটাই হল কাল। উল্টোদিক থেকে তখন গতিতেই ছুটে আসছিল একটি ধান বোঝাই লরি। পুলিশের প্রাথমিক অনুমান চালকরা কেউই উল্টোদিক থেকে আসা যানটিকে ঠাওর করে উঠতে পারেননি। যার ফলে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এই সংঘর্ষে বাস যাত্রীদের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এলাকার মানুষ উদ্ধারে হাত লাগান।

Share
Published by
News Desk