State

গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, উত্তপ্ত বিষ্ণুপুর

Published by
News Desk

গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। ওই সাইকেল আরোহী যুবকের মৃত্যুর পরই উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর শুরু করেন। প্রথমে ভাঙচুর চালানো হয়। পরে তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা। রাস্তার ওপরই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি।

গাড়িতে আগুন লাগানোর পর রাস্তায় উত্তেজিত জনতার ভিড় জমায় সেখান দিয়ে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই রাস্তায় আসা কয়েকটি গাড়িতে চড় থাপ্পড়ও পরে। বেশ কিছুক্ষণ উত্তেজনা ছিল ওই এলাকায়।

Share
Published by
News Desk