ফাইল : সিআইডি, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @CIDWestBengal
২৫৫ কেজি গাঁজা নিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা বিফলে গেল। সিআইডি-র কাছে আগেই গোপন সূত্রে খবর ছিল। আর সেই খবরের সূত্র ধরেই ওঁত পেতে ছিলেন সিআইডি আধিকারিকরা। ট্রাক দার্জিলিংয়ের মহানন্দা ব্যারেজ রোডে পৌঁছতেই ট্রাকটিকে আটকান তাঁরা। তারপর ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ গাঁজা।
ট্রাকের চালক মহম্মদ নিজাম ও তার সঙ্গী জুনেত আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এরা উত্তরপ্রদেশের বাস্তি জেলার বাসিন্দা। এদের জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা পাচারের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছেন সিআইডি আধিকারিকরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)