State

বাজি কারখানায় আগুন, পুড়ে মৃত কারখানার মালিক

Published by
News Desk

একটি অবৈধ বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হল ১ জনের। মৃত ব্যক্তি ওই কারখানারই মালিক। নাম বনমালী আদক। যে বাড়িটিতে বাজি মজুত করে রাখা হয়েছিল সেই একতলা বাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে।

স্থানীয়দের অভিযোগ, কারখানার মালিক মৃত বনমালী আদক কোনও বৈধ কাগজপত্র ছাড়াই জনবহুল এলাকায় বাজি কারখানাটি চালাতেন। পুলিশ জানিয়েছে যে তারা আগুন লাগার কারণ অনুসন্ধান করে দেখছে। ঘটনাস্থলে কোনও বিস্ফোরণ হয়েছিল কিনা সে বিষয়টিও সুনিশ্চিত নয় বলে অভিমত পুলিশের। কারখানাটিতে ঠিক কী ধরণের বাজি তৈরি হত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk