State

বিজেপিকর্মীর দেহ নিয়ে মিছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ

Published by
News Desk

গত রবিবার পশ্চিম বর্ধমানের কাঁকসায় এক বিজেপিকর্মীকে গুলি করা হয়। গুলিতে মৃত্যু হয় তাঁর। কলেজ পড়ুয়া সন্দীপ ঘোষের এমন মর্মান্তিক মৃত্যু ঘিরে এলাকায় চাপা উত্তেজনা ছিল। এদিকে সোমবার আসানসোল জেলা হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের দেহ নিয়ে মিছিল করে এগোয় বিজেপি। দলীয় কার্যালয় ছিল গন্তব্য। এভাবে দেহ নিয়ে মিছিল করতে গেলে তাদের পথ আটকায় পুলিশ।

তখনও মৃতের শববাহী গাড়ি হাসপাতালের কাছেই ছিল। সেই সময়ে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপিকর্মীদের। বেশ কিছুক্ষণ এমন চলে। ছড়িয়ে পড়ে উত্তেজনা।

Share
Published by
News Desk