State

দিলীপ ঘোষের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর

Published by
News Desk

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনায় বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল কোচবিহারের সিতাই মোড়ে। শুক্রবার কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা। উদ্বোধন করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। তার আগে সেখানে উপস্থিত হচ্ছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। পড়ন্ত বিকেলে এদিন সিতাই মোড় দিয়ে যাচ্ছিল দিলীপ ঘোষের কনভয়। আচমকাই কালো পতাকা হাতে কিছু যুবক কনভয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে তারা। বাঁশ দিয়ে আঘাত করতে থাকে কনভয়ে থাকা গাড়িগুলিতে।

পুলিশ ছিল বটে। তবে এভাবে কনভয়ের ওপর আক্রমণ ও ভাঙচুরে পুলিশ কিছুটা নীরব দর্শকের ভূমিকাই পালন করেছে বলে অভিযোগ। কার্যতও পুলিশকে তেমনভাবে সক্রিয় দেখায়নি। ওই যুবকরা নির্দ্বিধায় কনভয়ের গাড়িগুলির কাচ ভাঙতে থাকে। দিলীপ ঘোষের গাড়িও আক্রান্ত হয়। তবে সেখানে না দাঁড়িয়ে গাড়িগুলি ওই অবস্থাতেই সামনে এগিয়ে যায়। পরে এই ঘটনার কড়া নিন্দা করে বিজেপির রাজ্য নেতৃত্ব। এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন তারা।

Share
Published by
News Desk